শিক্ষার্থী হওয়ার ইচ্ছা থাকা উচিত— একজন পথ প্রদর্শকও প্রয়োজন ( Be willing to be a student - get a mentor )

যদি একসঙ্গে ঈশ্বর আর শিক্ষকের সঙ্গে দেখা হয়ে যায় তবে কাকে প্রথমে নমস্কার করবেন ? ভারতীয় সংস্কার অনুসারে শিক্ষককে , কারণ শিক্ষকের নির্দেশ ও সাহায্য ব্যতিরেকে ছাত্রের ঈশ্বরপ্রাপ্তি ঘটবে না । 
যিনি তার অভিজ্ঞতার আলোকে ছাত্রের দূরদৃষ্টিকে প্রসারিত করতে পারেন তিনি একজন শিক্ষক বা পথপ্রদর্শক । এমনই একজন ব্যক্তিকে আপনার শিক্ষক হিসেবে বেছে নিন । একজন ভালো শিক্ষক নির্দেশ দিয়ে আপনাকে পরিচালনা করবেন , একজন খারাপ শিক্ষক আপনাকে ভুল পথে পরিচালনা করবেন । শিক্ষককে শ্রদ্ধা করুন , আগ্রহী ছাত্র হোন । শিক্ষকরা ছাত্রদের কৌতূহল পছন্দ করেন ।
উত্তম শিক্ষকরা তৃষ্ণা মেটাবার পানীয় সরবরাহ করেন না , তৃষ্ণাকে বাড়িয়ে দেন । তারা প্রশ্নের উত্তর পাবার সঠিক রাস্তা ধরিয়ে দেন । পুরাকালে এক রাজা সম্পর্কে গল্প আছে । সমাজের কল্যানে যার সবচেয়ে বেশি অবদান তাকে তিনি সম্মানিত করতে চেয়েছিলেন । রাজসভায় সবরকমের লোক এসে প্রত্যেকেই সম্মান লাভের আশায় তাদের অবদানের কথা বিশদভাবে উল্লেখ করল । কিন্তু রাজা খুব সন্তুষ্ট হলেন না । অবশেষে একজন বয়স্ক ব্যক্তি উদ্ভাসিত মুখে রাজসভায় প্রবেশ করলেন । নিজের পরিচয় দিলেন শিক্ষক বলে , আর কিছু বলতে হল না । রাজা সিংহাসন থেকে নেমে এসে নত মস্তকে শিক্ষককে অভিবাদন করলেন । সমাজের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি ।
Monojit Shil

Monojit Shil is an Indian YouTuber Personality, Blogger, Writer, Artist. Monojit Shil Was Born In West Bengal.

Post a Comment

Previous Post Next Post