বাচ্চারা দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষাগ্রহণ করে ( Children learn what they live )

বাচ্চারা দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষাগ্রহণ করে
 ( Children learn what they live ) 
শিশু যদি কেবল নিন্দা শুনতে শুনতে বড় হয় ,
          তবে সে নিন্দা - মন্দ করতেই শিখবে ।
আবার যদি প্রশংসা শুনে বড় হয় , 
         তবে প্রকৃত মূল্য উপলব্ধি করতে শিখবে । 
যদি সে বেড়ে ওঠে নানা প্রতিকূলতার মধ্যে 
      তবে তার লড়াই করার শক্তি যাবে বেড়ে ।
আর যদি তার পরিবার হয় সহনশীল ,
         সেও হয়ে উঠবে ধৈর্যশীল । 
শৈশব থেকে যদি কেবল উপহাসই পায় 
         তবে সে হবে লাজুক । 
আর যদি পেয়ে থাকে ক্রমাগত উৎসাহ 
         তবে তার আঙুবিশ্বাস যাবে বেড়ে।
 যদি বড় হয়ে ওঠে লজ্জাজনক আবহাওয়ায়
      তা হলে সে নিজেকে ভাববে দোষী 
আর যদি পায় সকলের সমর্থন , 
      তবে সে নিজের উপরেই আস্থা রাখতে পারবে।
শৈশবে যদি সুবিচার পায় , তবে সে ন্যায় বিচার করতে শিখবে । 
         নিরাপত্তার মধ্যে বাস করলে , সে শিখবে বিশ্বাস করতে । 
শিশু যদি পায় বন্ধুত্ব ও স্বীকৃতি , তবে সে পৃথিবীতে 
         ভালোবাসার সন্ধান করবে ।
Monojit Shil

Monojit Shil is an Indian YouTuber Personality, Blogger, Writer, Artist. Monojit Shil Was Born In West Bengal.

Post a Comment

Previous Post Next Post